ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্টভাবে জানিয়েছেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে (ময়লার ভাগাড়) কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এছাড়া, সেখানে ব্যাটারি পোড়ানো বা ব্যাটারি থেকে সিসা আলাদা করাও নিষিদ্ধ হবে।
শনিবার (৫ এপ্রিল) রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, মাতুয়াইল ল্যান্ডফিলের আশেপাশের বাসিন্দাদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তবে, অদূরভবিষ্যতে এই ভাগাড় সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে, তিনি পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধের নির্দেশ দেওয়ার কথা জানান।
এছাড়া, ঢাকার বায়ুদূষণ রোধে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
উল্লেখ্য, মাতুয়াইল ল্যান্ডফিল দ্রুত সরানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, ময়লা পোড়ানো বন্ধ করে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্যও তারা জোরালো দাবি জানিয়ে আসছেন।
Leave a Reply