স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নিউমার্কেট এলাকায় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
অভিযানের অংশ হিসেবে নিউমার্কেটের সামনের ফুটপাত দখল করে থাকা বিভিন্ন ফল দোকান ও কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করার এই অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ফুটপাত দখলের কারণে এলাকাবাসীর চলাচলে দীর্ঘদিন ধরে অসুবিধা হয়ে আসছিল। প্রশাসনের এই পদক্ষেপে নাগরিকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply