স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কটকবাজার পোষ্টের অধীনস্থ বিশেষ টহলদল সীমান্ত এলাকার পালপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবি সদস্যরা ১৯,৪৫০ পিস কসমেটিক্স সামগ্রী, ২০,৬৭২ পিস চকলেট এবং একটি ট্রাক জব্দ করে। এসব পণ্যের মোট মূল্য আনুমানিক ৪০ লক্ষ ৯ হাজার ৯ শত টাকা।
বিজিবির মতে, এটি তাদের মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে আরেকটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।
Leave a Reply