স্টাফ রিপোর্টার:
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরে গোমতী ওয়ারিয়র্স শালবন টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গোমতী ওয়ারিয়র্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শালবন টাইগার্স ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোস্তাফিজ সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া ইমতিয়াজ আহমেদ জিতু ১৪, ইকরাম ৮, সোহরাব সুমন ৭, শাহ ইমরান ২, আলমগীর ৩ এবং সাইফুল সুমন ৪ রান করেন।
গোমতী ওয়ারিয়র্স ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সোহান ৩৯ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আজাদ ১১, সুমন কবির ২৫, স্বপন ৮ এবং মান্না ৭ রান করেন।
সেরা পারফর্মাররা
ম্যান অব দ্য ম্যাচ: সুমন কবির
সেরা বোলার: মাইনুল হক স্বপন
সেরা ব্যাটার: সোহান
সেরা ফিল্ডার: মাহফুজ আনোয়ার সৌরভ
টুর্নামেন্ট সেরা (ম্যান অব দ্য সিরিজ): সোহান
টুর্নামেন্ট সেরা সোহানকে ৩ হাজার টাকা এবং ম্যান অব দ্য ম্যাচ সুমন কবিরকে ২ হাজার টাকার পুরস্কার প্রদান করেন ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান।
টুর্নামেন্টে আম্পায়ারদের দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা স্মারক পান মাহফুজ আনোয়ার সৌরভ, জহিরুল হক বাবু, ইয়াছিন মিয়া, সাফি, এবং জিহাতুল সাকিব।
এছাড়া টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য কুমিল্লা নিউজ, ম্যাক নিউজ, চ্যানেল বাংলাদেশ টিভি, দৈনিক পূর্বাশা, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ সামসুল তাবরেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ক্রীড়া ব্যক্তিত্ব।
টুর্নামেন্টটি আয়োজন করে কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও হিউম্যান বিইং ফাউন্ডেশন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা ইমতিয়াজ আহমেদ জিতু। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন কল ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও রাশেদ রবি।
Leave a Reply