1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

বিসিএসের আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমলো

  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার জন্য আবেদন ফি কমিয়ে এবং মৌখিক পরীক্ষার নম্বর পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১ ডিসেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। পাশাপাশি আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা রাখা হয়েছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর পিএসসি আবেদন ফি কমানোর সিদ্ধান্ত নেয়।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং নন-ক্যাডারের ২০১টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এটি চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews