কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ১৬ নং ইউনিয়নের পূর্বহুড়া গোমতী নদীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে রিপন নামের এক ব্যক্তি।
জানা যায় উপজেলা প্রশাসনের পারমিশন আছে এ কথা বলে গত এক সপ্তাহ যাবৎ গোমতীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় ভরাট ও ইটভাটায়।
স্থানীয়রা বলেন গোমতী নদীর অনেক অংশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে এখন আর ওইসব জায়গাগুলোতে ফসল করা যায় না। বুড়িচং উপজেলার এই অঞ্চলের অনেকগুলো জায়গা দিয়ে গোমতীর চরের মাটি দীর্ঘ অনেক বছর কাটা বন্ধ থাকলেও গত এক সপ্তাহ যাবত উপজেলা প্রশাসনের পারমিশন আছে একথা বলে আমাদের আমাদের সদ্য প্রস্তুতকৃত জমির উপর দিয়ে মাটিবাহী ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত রিপনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি কয়েকদিন উপজেলাতে গিয়ে এসিলেন মহোদর সাথে নিজে কথা বলে পারমিশন নিয়ে আসছি উনি আমাকে বলেছেন আমি উপরের মাটি কেটে নিয়ে যেতে পারবো। এই বিষয়ে রিপন এর কাছে পারমিশনের কাগজ চাইতে গেলে তিনি বলেন আপনি নিজে গিয়ে এসিলেনের কাছ থেকে কাগজ দেখেন।
পরে বুড়িচং উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গোমতী নদীর মাটি কাটার বিষয়ে কোনো পারমিশন দেওয়া হয়নি । যদি উপজেলা থেকে পারমিশনের কথা বলে তাহলে কাগজ দেখাতে বলেন। অন্যথায় যদি গোমতীর মাটি কাটা হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply