কুমিল্লা প্রতিনিধি:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছার।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাসহ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারী—সবার দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
Leave a Reply