কুমিল্লা মহানগরীর নিউ মার্কেট এবং মনোহরপুর এলাকায় বেকারির শো রুম এবং শিশু খাদ্য বিক্রিয় প্রতিষ্ঠানে সকাল ১০:৩০ থেকে ১:০০ মি. পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এই মেয়াদবিহীন ও অননুমোদিত শিশু খাদ্য বিক্রি করায় ” রেলিশ শো-রুম কে ৫,০০০/- টাকা এবং ৯০০ গ্রাম জন্মদিনের কেকে ( ২ পাউন্ড) ১৫০ গ্রাম ওজনে কম পাওয়া যাওয়ায় ” মালাই সুইটস এন্ড বেকারিকে ১০,০০০/- টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ওজনে কম দেওয়ায় ” আরব সুইটকে ৫০০০/- টাকাসহ ০৩ টি প্রতিষ্ঠানকে ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লংঘন করায় বিভিন্ন ধারায় ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মো: কাউছার মিয়া (সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা), অফিস সহকারী ফরিদা ইয়াসমিন,এবং মো: সাকিব (নমুনা সংগ্রহকারী)।
কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply