কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মুন্সির বাজারে কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও ৪টি দোকান বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত ১২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মুন্সির বাজারে এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ সমিতি ভবনের একটি দোকানে আগুন দেখা যায়।এসময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সমিতি ভবন সহ ৪টি দোকান পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি অনেক পুরনো সমিতি। গতকাল রাতে হঠাৎ একজন আমাকে ফোন দিয়ে বলেন সমিতি ভবনে আগুন লেগেছে তখন আমি দ্রুত বাড়ি থেকে আসে দেখি সবকিছু পুড়ে ছাই। এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে আগুন। নিয়ন্ত্রনে আনেন।
তিনি আরও বলেন, কালিকাপুর সার্বিক সমবায় সমিতি ভবন সহ মোট ৪টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আগুনে পুড়েছে ডেকোরেটর মালামাল, রাইস মিলের মোটর, ইঞ্জিন, সমিতির ফার্নিচার,নগদ টাকা, সমিতি ভবনের টিন, কাঠ,১টি কীটনাশক ঔষধ ও সারের দোকান, ১টি মোদি দোকান,ও ১টি খাবারের ছোট রেস্টুরেন্ট, সহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
কুমিল্লা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর শুনে জরুরি ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply