কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় শাড়ী, মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আদর্শ সদর উপজেলার কামারখাঁ জোড়া ব্রীজ এলাকায় অভিযান করে এই ভারতীয় মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি-এর আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ৭ কিলোমিটার ভেতরে কামারখাঁ জোড়া ব্রীজ এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯০১ পিস অবৈধ ভারতীয় শাড়ী, ১,৪৯৭ পিস বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমন অভিযান পরিচালনা করছে। জব্দকৃত সকল মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply