কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ৩শত টাকাসহ মোঃ রাছেল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ রাছেল মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মোচাগড়া বাজারের আলীম মিয়ার ৩য় তলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, মোচাগড়া বাজারে মাদক ব্যবসায়ী মো: রাছেল মাদক মজুদ রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিনের সঙ্গীয় ফোর্সসহ যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারের আলী মিয়ার ৩য় তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই ভবনের ভাড়াটিয়া মোঃ রাছেল এর কাছ থেকে ৪ শত ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply