কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত প্রহরার মাধ্যমে দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালানী এবং মাদকবিরোধী অভিযান অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পরিচালনা করে থাকে।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে ভারত হতে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে অত্র ব্যাটালিয়ন কর্তৃক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৪০,০০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে। যার সর্বমোট মূল্য ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা। উল্লেখ্য, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।
Leave a Reply