1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার রূপকার হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিশ হাজার টাকা জরিমানা কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মূলহোতা সিফাত ও আবরারসহ ১৭ জন গ্রেফতার কুমিল্লায় ১ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার টাকার ভারতীয় পোশাক এবং মোবাইল ডিসপ্লে আটক বুড়িচংয়ের পুর্বহুড়া গোমতীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে – রিপন পাঁচথুবী কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ভবন আগুনে পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের অভিযান কুমিল্লায় ১ কোটি ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদ শিরোনাম:
কুমিল্লার রূপকার হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিশ হাজার টাকা জরিমানা কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মূলহোতা সিফাত ও আবরারসহ ১৭ জন গ্রেফতার কুমিল্লায় ১ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার টাকার ভারতীয় পোশাক এবং মোবাইল ডিসপ্লে আটক বুড়িচংয়ের পুর্বহুড়া গোমতীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে – রিপন পাঁচথুবী কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ভবন আগুনে পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের অভিযান কুমিল্লায় ১ কোটি ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে জব্দ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইউরোপ জুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ, রেড অ্যালার্ট জারি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৪ বার ভিউ

অনলাইন ডেস্ক-
তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপ। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কসহ অন্তত ১৫টি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সের ১৬টি অঞ্চলে ইতোমধ্যেই ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছে দেশটির সরকার। আশঙ্কা করা হচ্ছে, এই তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাজধানী প্যারিসসহ ১৬টি অঞ্চলে কার্যকর হয়েছে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’। ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। দেশটির জলবায়ু মন্ত্রণালয় একে ‘নজিরবিহীন’ আবহাওয়া পরিস্থিতি হিসেবে অভিহিত করেছে।

এদিকে দক্ষিণ কর্বিয়েরেস পর্বতমালায় দাবানল ছড়িয়ে পড়েছে। কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে একটি মোটরওয়ে।

অপরদিকে ইতালির ২১টি শহরে রেড অ্যালার্ট জারি হয়েছে। রোম, মিলান, ভেনিস ও সার্ডিনিয়া দ্বীপে অসংখ্য মানুষ তাপপ্রবাহজনিত জ্বর, হিটস্ট্রোক এবং শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। এ প্রসঙ্গে জরুরি চিকিৎসা বিভাগের সহ-সভাপতি মারিও গুয়ারিনো জানিয়েছেন, হিটস্ট্রোকের হার অন্তত ১০ শতাংশ বেড়েছে।

এছাড়া স্পেনে এবারের জুন হতে পারে দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস। সেই সঙ্গে পর্তুগালের লিসবনসহ সাতটি জেলাতেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস।

তুরস্কের ইজমিরে দাবানল ছড়িয়ে পড়েছে। ঘণ্টায় ১২০ কিমি বেগে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত অন্তত ২০টি ঘরবাড়ি পুড়ে গেছে। ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্রোয়েশিয়া, মন্টিনেগ্রো, গ্রিস এবং সার্বিয়ার উপকূলীয় এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এথেন্সের আশেপাশে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে রাইন নদীর পানি বিপজ্জনকভাবে কমে গেছে, পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। এড্রিয়াটিক সাগরে দেখা যাচ্ছে বিষাক্ত ‘লায়নফিশ’, হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেন, ‘তাপপ্রবাহ আমাদের জীবনের অধিকার, স্বাস্থ্য ও পরিবেশগত অধিকার হুমকির মুখে ফেলছে। এখনই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ছাড়া বিকল্প নেই।’

জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, ‘গ্রিনহাউজ গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবী অতিরিক্ত তাপ ধরে ফেলছে। এর ফলে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং ভয়াবহ আকারে ফিরে আসবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews