স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে পবিত্র রমজান মাসজুড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে এই মানবিক সংগঠনটি।
রবিবার (২রা মার্চ) বিকেলে খন্দকার হক টাওয়ারের সামনে পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রথম রোজায় ইফতার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল হক খন্দকার পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হচ্ছে।
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোসলেম উদ্দিন,ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত থেকে রোজাদারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো.মোসলেম উদ্দিন বলেন, এ বছর তৃতীয়বারের মতো প্রথম রমজানে আমাদের সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ শুরু করা হয়েছে। প্রতিদিন ৫০০জন রোজাদারকে ইফতার করানো হবে এই সংগঠনের পক্ষ থেকে।প্রয়োজন সাপেক্ষে তা আরও বাড়ানো হবে।
তিনি আরো বলেন, রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ।
কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। এই মাহে রমজানে রোজাদারদের ইফতারে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য সিটি ফাউন্ডেশন এক ব্যাতিকক্রমী সুন্দর একটি আয়োজন করেছে। পুরো রমজান মাসে এ আয়োজন আমাদের অব্যাহত থাকবে।
ইফতার বিতরণে এসময় আরো উপস্থিত ছিলেন, নূর জুয়েলার্সের স্বত্বাধিকারী আরিফ জামান, যুগ্ন- সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লিটন,নির্বাহী সদস্য আমিনুল ইসলাম,মনির হোসেন, ফারুক হোসেন,গিয়াস উদ্দিন,নূর প্রমুখ।
Leave a Reply