কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বর্ষসেরা রিপোর্টার (২০২৪) নির্বাচিত হয়েছেন কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুবি সাংবাদিক সমিতির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ পুরস্কার তুলে দেন।
কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের প্রভোস্ট, কর্মকর্তা,কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply