ডেস্ক রিপোর্ট:
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। এই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু পারফরম্যান্স ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকের দাবি ছিল, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কিছু মানুষ তাকে ‘অটো টিউন শিল্পী’ হিসেবে বিদ্রূপও করেন। ফেসবুকে এসব সমালোচনার জবাব দিয়েছিলেন তিনি। এবার গণমাধ্যমে এসে নিজের অবস্থান তুলে ধরলেন জেফার।
সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে বিভিন্ন ধরনের সমালোচনার বিষয়ে কথা বলেছেন জেফার। লিপসিং প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা তো হবেই, কারণ আমরা পাবলিক ফিগার। তবে তার মতে, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার পরিচিত শ্রোতারা জানেন, তিনি কী ধরনের গান করেন। জেফার আরও বলেন, “সমালোচনা আসলে আমাকে টানে না।”
তিনি আরো বলেন, “আমি ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে, সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।”
লিপসিং প্রসঙ্গে তিনি জানান, “আমি একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়, কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবে চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না, আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, এবং আমার লাইভ ব্যান্ডও আছে। এটি মানুষদের বোঝা উচিত।” জেফার পাল্টা প্রশ্ন করে বলেন, “তালি দেয়া উচিত, আমি লিপসিং করেই এতদূর এসেছি— তাই না?”
অন্যদিকে, সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গান করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সেখানে গান পরিবেশন করেন জেফারও।
Leave a Reply