ডেস্ক রিপোর্ট:
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ টু হট টু হ্যান্ডেল-এর তারকা ওলগা বেডনারস্কা সম্প্রতি প্রায় ৪০ কেজি গাঁজাসহ আটক হয়েছেন। এই মাদকের বাজারমূল্য দুই কোটি টাকারও বেশি। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানি নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বেডনারস্কাকে গত অক্টোবর মাসে থাইল্যান্ড থেকে ম্যানচেস্টার এয়ারপোর্টে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। কর্মকর্তারা তার দু’টি স্যুটকেস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন, যার বাজারমূল্য এক লাখ ৫৭ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ৩৭ লাখ)। গ্রেপ্তারের পর কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত তাকে ১৫ দিনের পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশ দেয়। এছাড়াও তাকে ২০ মাসের অস্থায়ী সাজা প্রদান করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে তিনি যদি কোনো অপরাধে যুক্ত হন, তবে তাকে ওই ২০ মাসের জেল খাটতে হবে।
আদালতে বেডনারস্কা দাবি করেন, তিনি জানতেন না যে তার স্যুটকেসে মাদক রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, একজন ব্যক্তি তাকে ডিজাইনার ঘড়ি ও পোশাক যুক্তরাজ্যে নিয়ে যেতে বলেছিল এবং এর জন্য তাকে ১৮ হাজার ইউরো ও ফ্লাইটের খরচ দেওয়া হয়েছিল। কিন্তু মাদক থাকার বিষয়টি সম্পর্কে তিনি অজানা ছিলেন। এ প্রসঙ্গে বিচারক বলেন, “আপনি এমন একজনের ওপর ভরসা করেছেন, যাকে ভালোভাবে চেনেন না। এটা ভুল। আপনি মাদক পাচারে যুক্ত হয়েছেন এবং নিজে লাভবান হওয়ার আশায় অবৈধ বস্তু বহন করেছেন।”
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এয়ারপোর্টে আটক হওয়ার সময় বেডনারস্কা স্যুটকেসের কোডও জানতেন না বলে দাবি করেন। কিন্তু স্যুটকেস খুলে মাদক পাওয়া গেলে তিনি শুরুতে কিছু জানেন না বলে অজুহাত দেন। জানা গেছে, তিনি প্রায় ১৬ হাজার ইউরো ঋণের চাপে ছিলেন। সেই ঋণ থেকে মুক্তি পেতে অন্যের জিনিস বহনের কাজে যুক্ত হয়ে পড়েন।
Leave a Reply