কুমিল্লা নগরীর প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে ভাসমান দোকান, অবৈধ স্থাপনা ও দোকানের মালামাল দ্বারা দখল হয়ে থাকায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। যানজটে নাকাল হয়ে পড়েছিল নগরজীবন।
বৃহস্পতিবার (১৬ /১০/২৫ ) বিকেল ৪টা থেকে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি কান্দিরপাড়, নিউমার্কেট, রাজগঞ্জসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচালিত হয়। এতে রাস্তা ও ফুটপাতের পাশে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ স্থাপনা এবং দোকানের মালামাল সরিয়ে ফেলা হয়।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে।
Leave a Reply