স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড ফুট ওভার ব্রিজের নিচে বিজিবি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ২২ হাজার ৯ শত ৬০ টাকা মূল্যের ৫,৭০,৬৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত বাজিগুলো স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কমান্ডার এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply