কুমিল্লা শহরের চকবাজার ও চৌদ্দগ্রাম এলাকায় বিভিন্ন পেট্রোল পাম্পে ভোক্তাদের সাথে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে বাংলাদেশ Standards and Testing Institution (বিএসটিআই) অভিযান চালিয়ে ৬টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। আজ ৬ মে একটি নিয়মিত সার্ভিল্যান্স অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
বিএসটিআই’র অভিযানে মেসার্স শরীফ এন্টারপ্রাইজ (চকবাজার)-এর ২টি অকটেন ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ মেলে। প্রতি ১০ লিটার অকটেনে ১৯০ থেকে ২০০ মিলিলিটার এবং ডিজেলে ১৯০ থেকে ২২০ মিলিলিটার কম পাওয়া যায়। একইভাবে, মেসার্স এম এ হাকিম এন্ড ব্রাদার্স (চকবাজার)-এর ২টি ডিজেল ইউনিটে ৩৪০ ও ৩৯০ মিলিলিটার তেল কম দেওয়ার অনিয়ম ধরা পড়ে। এসব ইউনিট বন্ধের পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, চৌদ্দগ্রামের মেসার্স আম্বর আলী অটো ফিলিং স্টেশন, মিয়া বাজার ফিলিং স্টেশন ও মেসার্স হাবিব ফিলিং স্টেশন-এর পরীক্ষায় তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।
বিএসটিআই কুমিল্লা অফিসের মেট্রোলজি পরিদর্শক মো. লুৎফর রহমান ও মো. হাফিজুর রহমান এ অভিযান তদারকি করেন। বিএসটিআই জানায়, ভোক্তা সুরক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
Leave a Reply