হাসনাইন আহমেদ কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি-পরীক্ষা শুরুর প্রাক্কালে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৪.৩০টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমও বক্তব্য রাখেন।
সেখানে তাঁরা উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের প্রশ্নেরও উত্তর দেন।
প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।
ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে।
Leave a Reply