স্টাফ রিপোর্টার
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করেন।
১২ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ০১টি অটোরিক্সাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করে। যার সর্বমোট মূল্য ৪৮,৬০,০০০/- (আটচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
Leave a Reply