1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কুমিল্লায় ‘দুর্বার বাংলাদেশ’সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ৯ লক্ষ টাকা জরিমানা কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৪৮ লক্ষ ৬০ হাজার টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ আটক ১ দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কুমিল্লায় ‘দুর্বার বাংলাদেশ’সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ৯ লক্ষ টাকা জরিমানা কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৪৮ লক্ষ ৬০ হাজার টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ আটক ১ দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট

কুমিল্লায় পুলিশের অভিযানে এক মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারসহ ১৩৮২ জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার ভিউ

 

স্টাফ রিপোর্টার

গত এক মাসে কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কুমিল্লা জেলায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যায়।

হামলা-ভাঙচুর, লুটপাট, দখলবাজি অহরহ ঘটতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা প্রকট আঁকার ধারণ করে। এ সময়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জেলার বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ করে । এসব অপরাধ দমনে বিগত সময়ে পুলিশের অভিযান পর্যাপ্ত ছিল না বলে অনেকেই মনে করেন।

কিন্তু গত ডিসেম্বর মাসে নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদানের পর দৃশ্যপট দ্রুত পরিবর্তন হতে থাকে। জেলা পুলিশ, ডিবি পুলিশ পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে অপরাধ দমনে গ্রেপ্তার অভিযান বহুলাংশে বৃদ্ধি পায়। যা গত এক মাসের গ্রেফতার অভিযানের পরিসংখ্যান দেখলেই সহজে অনুমান করা যায়। ফলে বিগত এক মাস ধরে জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কার্যক্রমও দেখা যায়নি।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে গত এক মাসে জেলাজুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলিও উদ্ধার করে।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪২৬ জন, ডাকাতির ঘটনায় জড়িত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করে । এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি পিকআপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের ৮ টি গরু উদ্ধার করা হয়।এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ ৪ টি পিস্তল, ৪টি এলজি, ১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের সক্রিয়তা জনমনে অনেকটাই প্রশান্তি এনে দিয়েছে। যদিও পুলিশের কাছে মানুষের চাহিদা আরো অনেক বেশি। তারপরেও গত এক মাসে কিছুটা হলেও পুলিশে আস্থা ফিরেছে জনগণের। বেশ কয়েকজনের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
চকবাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ি কামাল হোসেন জানান, গত এক মাস ধরে শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত অনেকটাই কমে গেছে। পুলিশ সক্রিয় হয়েছে, কিশোর অপরাধিরাও আত্মগোপনে চলে গেছে। পুলিশের কাছে এমন সক্রিয়তাই মানুষ আশা করে। আইনশৃংখলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।

কান্দিরপাড়ের ব্যবসায়ি আলমগীর হোসেন জানান, বর্তমান পুলিশ সুপারের যোগদানের পর পুলিশের মাঝে এখন সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপরাধ কমছে। আশা করি পুলিশ আরো ভাল কাজ করবে।
ভিক্টোরিয়া কলেজের বিএসএস শাখার শিক্ষার্থী ইয়াছিন রাফান জানান, গত ২০/২৫ দিনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। অপরাধ কর্মকান্ড কমতে শুরু করেছে। অপরাধিরা ভয়ে আছে। পুলিশের কাছে মানুষ এমনটাই আশা করে।

সুশীল সমাজের এক নাগরিক জানান, পুলিশের মাঝে কাজের গতি বেড়েছে, এটা ভাল দিক। তবে পুলিশকে তাদের নিজের মত কাজ করতে দিতে হবে। পুলিশ অপরাধি আটক করবে আর সেই অপরাধিকে ছাড়িয়ে আনার জন্য রাজনীতিবিদরা তদবির করবে, তা হওয়া উচিত নয়। আবার জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও পুলিশকে খেয়াল রাখতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। নতুন পুলিশ সুপার যোগদান করেই ভাল সফলতা দেখাচ্ছেন। তাকে আরো সময় দিতে হবে। যাতে তিনি কুমিল্লার মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, পুলিশ জনগণের সেবক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ করতে এই অভিযান আরো জোরদার করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews