স্টাফ রিপোর্টার
পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এবং ইটভাটা ভেঙে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২৬) কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযান পরিচালিত হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিচালিত অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত দুইটি ইটভাটা উচ্ছেদ করা হয়। অভিযানে পাঁচথুবী এলাকায় অবস্থিত মেসার্স এইচ কে আলী ব্রিকস-এ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই এলাকায় অবস্থিত মেসার্স নিউ সাকুরা ব্রিকস-এ ও ১ লাখ টাকা জরিমানা আদায়সহ কিলন ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাশিয়াত আকতার, সহকারী কমিশনার (ভূমি), আদর্শ সদর কুমিল্লা এবং মোঃ সারোয়ার জাহান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক জনাব জোবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উচ্চমান সহকারী জনাব মোঃ তাজুল ইসলাম।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশের ক্ষতি রোধ ও জনস্বার্থে কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply