স্টাফ রিপোর্টার
আজ শনিবার (৩/১/২০২৬), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিইআরসি (BERC) কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করায় (১২৫৩ টাকার স্থলে ১৪৫০ টাকায় বিক্রি করায়) পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক “মেসার্স সরকার এন্টারপ্রাইজকে” ৫০,০০০/- টাকা এবং চাষাপাড়া এলাকায় “মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে” ৩০,০০০/- টাকাসহ মোট জরিমানা ৮০,০০০/- (আশি হাজার) এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ক্রয়-বিক্রয় না করতে সতর্ক করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য অন্যান্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চলে এবং জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply