স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ ৮৫০ টাকা মূল্যর অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
২ জানুয়ারি শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূএ জানায়,কুমিল্লা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ২ জানুয়ারি শুক্রবার রাতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সীমান্তের ০৪ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর নামক স্থান হতে ১,১৫,০০,৮৫০/- (এক কোটি পনেরো লক্ষ আটশত পঞ্চাশ) টাকা মূল্যের ০১টি ট্রাকসহ বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, রেডবুল এবং ডাবর আমলা আটক করে।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত চোরাচালানের মালামালসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply