কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন ওরফে মীরুকে ( ৫০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পাঁচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামে মীরুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা-এর উপপরিচালক মো. বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত এর নেতৃত্বে এবং পরিদর্শক মো. শফিকুল ইসলাম কর্তৃক গঠিত রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স টিম অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া মীর হোসেন ওরফে মিরু পাঁচথুবি ইউনিয়নের ছাওয়াল গ্রামের মৃত. মো. মহর আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply