মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক“ এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সীমান্ত দিয়ে যাতে পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র, মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বদ্ধ পরিকর এবং দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং অধিনায়ক এর দিক-নির্দেশনায় অদ্য ০৩ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ নামক স্থানে অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০২ টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সফল উদ্ধার অভিযান বিজিবি এর পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই সফল বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর নীতিরই প্রতিফলন। যে কোন ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply