কুমিল্লায় বিভিন্ন বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের মামলায় জড়িত পলাতক ছাত্রলীগের নেতা–কর্মীরা গোপনে কুমিল্লা শহরে আকস্মিক ঝটিকা মিছিল করে পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শুক্রবার(৩১ অক্টোবর) ভোরে ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, গত ৩০ অক্টোবর (বুধবার) ভোর আনুমানিক ৫টা ৩০ থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে, দুইটি সিএনজিতে করে ছাত্রলীগের ৮–১০ জন সদস্য কুমিল্লা শহরের ঈদগাহ সিএনজি স্ট্যান্ডের গলিতে প্রবেশ করে। সেখানে এসে তারা হঠাৎ “জয় বাংলা” স্লোগান দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত মিছিল করে পার্কের গেটের দিক দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সংবাদ পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালায়। অভিযানে জড়িত থাকার অভিযোগে ১২ জন ছাত্রলীগ নেতা–কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মো. রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮),মাকসুদুর রহমান বাবলু (৩১),আমিন খান নাহিদ (৩০),তুহিন আলম (২৮),কাজী শামসুল আলম (৫২), মো. মোবারক হোসেন রুবেল (৩৫),আব্দুল্লাহ আল হাদী (৩৬),গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন,“ভোরে শহরে আকস্মিক ঝটিকা মিছিলের খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply