1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবি’র অভিযানে পিকআপসহ ১০০ কেজি ভারতীয় গাঁজা আটক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় ৬ আইনজীবী কারাগারে দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম স্ত্রীকে দেওয়া নিক্সন চৌধুরীর গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ কুমিল্লায় ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক ৪ কুমিল্লায় বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা নিয়ে হেয়ার অ্যাডভান্স মাস্টার ট্রেনিং অনুষ্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কুবির ‘সি ‘ ইউনিট ভর্তি পরীক্ষায় স্বপ্নভঙ্গ চার শিক্ষার্থীর ঝড়ো বাতাসসহ ৯ অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিজিবি’র অভিযানে পিকআপসহ ১০০ কেজি ভারতীয় গাঁজা আটক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় ৬ আইনজীবী কারাগারে দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম স্ত্রীকে দেওয়া নিক্সন চৌধুরীর গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ কুমিল্লায় ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক ৪ কুমিল্লায় বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা নিয়ে হেয়ার অ্যাডভান্স মাস্টার ট্রেনিং অনুষ্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কুবির ‘সি ‘ ইউনিট ভর্তি পরীক্ষায় স্বপ্নভঙ্গ চার শিক্ষার্থীর ঝড়ো বাতাসসহ ৯ অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৩ বার ভিউ

 

হাসনাইন আহমেদ, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: বেলাল উদ্দীন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: আলী মুর্শেদ কাজেম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো: হারুন, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ মাহমুদুল হাসান খান সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ, মহিউদ্দিন মাহি, মতিউর রহমান এবং সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়েছেন। এজন্য আমি সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “জুলাই বিপ্লবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি প্রার্থনা করি অতীতে বাকশাল প্রতিষ্ঠার বিরুদ্ধে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, ভবিষ্যতে যেন সেই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন আর ফিরে না আসে। আমি আশা করি, আমাদের সাংবাদিক ভাইয়েরা সঠিক তথ্য তুলে ধরে বিশেষ ভূমিকা রাখবেন।”

আগত অতিথিদের বক্তব্য শেষে সাংবাদিক সমিতির সভাপতি সাইদ হাসান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews