স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন মিশন (৩২) উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।
ওসি মো. দেলোয়ার হোসেন জানান, গত বছরের নভেম্বরে সদর দক্ষিণ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির অভিযোগে বলা হয়েছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।
Leave a Reply