1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ১১ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: মাদক ও চোরাচালানির মালামাল জব্দ কুমিল্লায় পেট্রোল পাম্পে জ্বালানি তেলের কারচুপি: বিএসটিআই’র অভিযানে ৬ ইউনিট বন্ধের পরামর্শ মুরাদনগরে ১০ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ জনকে কারাদণ্ড ডিপ্লোমাকে ডিগ্রীর সমমানের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করে, তাদের অচিরেই গ্রেফতার করতে হবে: সংবাদ সম্মেলনে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কুবিতে চুরির ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: মাদক ও চোরাচালানির মালামাল জব্দ কুমিল্লায় পেট্রোল পাম্পে জ্বালানি তেলের কারচুপি: বিএসটিআই’র অভিযানে ৬ ইউনিট বন্ধের পরামর্শ মুরাদনগরে ১০ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ জনকে কারাদণ্ড ডিপ্লোমাকে ডিগ্রীর সমমানের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করে, তাদের অচিরেই গ্রেফতার করতে হবে: সংবাদ সম্মেলনে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কুবিতে চুরির ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

‘পুলিশের সব ইউনিটের পোশাকই এক রকমের হবে’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব ও আনসারের সঙ্গে বদলানো হচ্ছে পুলিশের পোশাক। পুলিশের নতুন পোশাক ইউনিটভিত্তিক আলাদা হবে না, অর্থাৎ সব ইউনিটের পোশাকই এক রকমের হবে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপির পোশাক বদলাচ্ছে কি না, জানতে চাইলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘পুলিশসহ র‌্যাব ও আনসারের পোশাক বদলাচ্ছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন বাহিনীর জন্য আলাদা পোশাকের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা কার্যকর হবে। তবে বাহিনী হিসেবে পুলিশের পোশাক বদলালেও ইউনিটে তা বদলাচ্ছে না। যা আছে তা-ও থাকছে না। অর্থাৎ বদলে যাওয়া নতুন পোশাকই পরিধান করবে পুরো বাহিনীর সদস্য। আমরা সবাই একই পোশাক পরব।’

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ২ লাখ সদস্য আছে। এ ছাড়া ১৯ হাজার সিভিল স্টাফও আছে। বিভিন্ন ইউনিটে আগে পোশাকের ভিন্নতা ছিল। এটি কার্যকর হওয়ার পর আর বিভিন্ন ইউনিটে পোশাকে কোনো ভিন্নতা থাকবে না।

রাজধানীতে ব্যাটারিচালিক রিকশা নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সামনের দিনগুলোতে আর ঘর থেকে বের হতে পারব না। মন্ত্রণালয়, সড়ক পরিবহনসহ বিভিন্ন জায়গায় একই কথা বলছি। রিকশা নিয়ন্ত্রণ নিয়ে আমিই বেশি কথা বলছি। চিঠিও দিয়েছি। কীভাবে লাইসেন্স দিয়ে নিয়ন্ত্রণে আনা যায়, ট্যাক্স আদায় করা যায় এবং একই সঙ্গে সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়।’

তিনি বলেন, ‘এটা সত্য যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকজন এটাকে ইনকামের সোর্স বানিয়েছে। সব শহরেই ট্যাক্সি আছে। তারা কিন্তু সংখ্যা বৃদ্ধি করেনি। বরং এর লাইসেন্স খরচা অনেক বেশি। কিন্তু আমাদের ব্যাটারিচালিত রিকশা বাড়ছে। এটা নিয়ন্ত্রণে আমাদের পদক্ষেপ নিতে হবে। ’

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমাদের সড়ক, শহরের ক্যাপাসিটি অনুযায়ী এর নিয়ন্ত্রণমূলক অনুমোদন দিতে পারি। আমরা ১০০ বা ২০০ টাকার বিনিময়ে প্রাথমিকভাবে লাইসেন্স ফি নির্ধারণের কথা বলেছি। এটা থাকলে বোঝা যাবে কোনটা বৈধ আর কোনটা বৈধ। কোনটা ঢাকার আর কোনটা ঢাকার বাইরের।’

তিনি বলেন, লাইসেন্সের আওতায় আনতে না পারলে কিন্তু কোনোভাবেই ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের সেই জায়গায় যেতে হবে। কোনো দেশে এটা সম্ভব নয় যে, আপনি রাস্তা ব্যবহার করবেন কিন্তু ট্যাক্স দেবেন না।’

এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল, সহসভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

ডিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews