শাহ ইমরান:
কুমিল্লা স্টেশন ক্লাবে মাসব্যাপী বাণিজ্য ও তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১১টায় কুমিল্লা স্টেশন ক্লাবে বেলুন উড়িয়ে র্যালির মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ
মেলায় অংশগ্রহণকারী ১২০টিরও বেশি স্টলে স্থান পেয়েছে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত খাদি, বাটিক, কারু ও মৃতশিল্পসহ দেশী-বিদেশি নানা পণ্য। দীর্ঘ চার বছর পর এই মেলায় অংশগ্রহণ করতে পেরে বিক্রেতারা যেমন খুশি তেমনি মেলায় বাহারি পণ্যের সমাহার দেখে খুশি ক্রেতারাও।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ যে কর্মসূচি নেয়া হয়েছে সে কর্মসূচির অংশ হিসেবে আজকে কুমিল্লায় মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় দেশীয় এবং কারু পণ্যের সমাহার রয়েছে।
Leave a Reply