ডেস্ক রিপোর্ট:
ব্যান্ডস্ট্যান্ড এলাকার ছয়তলা এই বাড়িটি পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবার শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খান মুম্বাইয়ের মান্নাত বাড়িতে বড়সড় বদল করতে চলেছেন। হেরিটেজ তকমা পাওয়ায় বাড়ির সৌন্দর্য আরও বাড়ানোর জন্য তারা এই ছয়তলা বাড়িটি আট তলায় রূপান্তরিত করতে যাচ্ছেন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালে শাহরুখ এবং গৌরী মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত এলাকায় সমুদ্রের দিকে মুখ করা এই বাড়িটি কিনেছিলেন। তারপর থেকেই গৌরী খান ধীরে ধীরে মান্নাতকে তার স্বপ্নের মতো সাজিয়ে তুলেছেন। তিনি বিরল সামগ্রী সংগ্রহের শখে বিশ্বাসী এবং তা দিয়ে তার বাড়ি সাজিয়েছেন। তবে, এসব সামগ্রী সবই বাড়ির ভেতরে সাজানো হয়েছে, বাইরের অংশে খুব একটা পরিবর্তন আনা হয়নি।
কারণ, মান্নাত মুম্বাইয়ের হেরিটেজ স্থাপত্যের আওতায় পড়ে, তাই বাহ্যিক কোনো পরিবর্তন আনার জন্য শহর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন ছিল। গৌরী কয়েক মাস আগে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন, এবং অবশেষে তার এই প্রস্তাব মঞ্জুর হয়েছে।
মান্নাতের মোট আয়তন ২৭ হাজার বর্গফুট। এই বাড়িতে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি থেকে শুরু করে মূল্যবান নানা সামগ্রী রয়েছে। বাড়ির আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এখানে জেড পাথরের গণপতি মূর্তি, প্যারিস থেকে আনা চার ফুট লম্বা কালো ফুলদানী, রাধা-কৃষ্ণের বিশাল ভাস্কর্যসহ আরও অনেক শৈল্পিক সামগ্রী রয়েছে, যা গৌরীর ব্যক্তিগত পছন্দের প্রতিফলন।
শাহরুখের ইচ্ছায় গৌরী পরবর্তীকালে এই বাড়ির ভেতরে একটি সিনেমা হলও তৈরি করেন, যেখানে একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারেন। সিনেমা হলের প্রবেশদ্বারটি সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে – ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মোগল-এ-আজম’। এছাড়া এখানে একাধিক শয়নকক্ষ, বাগান এবং ব্যক্তিগত কোয়ার্টারও রয়েছে। এবার সেই বাড়ির আয়তন আরও বাড়িয়ে দু’টি তলা যুক্ত করা হচ্ছে। ছয়তলা বাড়ি এবার আট তলা হবে, এবং এর জন্য প্রায় ২৫ কোটি টাকা খরচ হবে।
Leave a Reply