ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে উত্তরপূর্ব ভারতের এই রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশি পর্যটকদের হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গতকাল, সোমবার (২ ডিসেম্বর), শত শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা চালায়। এর পরেই ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এই সিদ্ধান্ত নেয়।
ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে উগ্র ভারতীয়রা বাংলাদেশের দূতাবাসে হামলা চালায়। প্রায় ৫০ জনেরও বেশি লোক সেখানে প্রবেশ করে হামলা চালায়। এই সময় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন।
এই ঘটনায় ভারত সরকার গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে এবং বিবৃতিতে জানিয়েছে, দূতাবাস এবং কূটনৈতিক মিশনকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।
এদিকে, আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভকারীরা দূতাবাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়, পতাকা টাঙানোর পুল ভেঙে ফেলে এবং জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়।
Leave a Reply