ডেস্ক রিপোর্ট:
কানাডার পাঁচটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। তাদের অভিযোগ, ওপেনএআই তাদের পণ্য উন্নয়নের জন্য নিয়মিতভাবে কপিরাইট লঙ্ঘন করছে এবং অনলাইন টার্মস অব ইউজ ভঙ্গ করছে।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই মামলাটি সেই ধারাবাহিকতায় এসেছে যেখানে লেখক, ভিজ্যুয়াল শিল্পী, সংগীত প্রকাশকসহ বিভিন্ন কপিরাইট মালিকরা জেনারেটিভ এআই সিস্টেমের প্রশিক্ষণের ডেটা ব্যবহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগের তালিকায় ওপেনএআইয়ের বিনিয়োগকারী মাইক্রোসফটকেও যুক্ত করা হয়েছে।
টরস্টার, পোস্টমিডিয়া, দ্য গ্লোব অ্যান্ড মেইল, দ্য কানাডিয়ান প্রেস এবং সিবিসি/রেডিও-কানাডা এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে যে, ওপেনএআই তাদের কনটেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করেছে এবং এর জন্য ক্ষতিপূরণ দেয়নি।
তাদের বক্তব্য, “সাংবাদিকতা জনস্বার্থে করা হয়। কিন্তু ওপেনএআই আমাদের তৈরি করা সাংবাদিকতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে, যা সম্পূর্ণ বেআইনি।” তারা আদালতে দায়ের করা মামলায় ক্ষতিপূরণ দাবি করেছে এবং ওপেনএআইয়ের বিরুদ্ধে তাদের কনটেন্ট ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছে।
ওপেনএআই অবশ্য দাবি করেছে, তাদের মডেলগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা ন্যায্য ব্যবহার ও আন্তর্জাতিক কপিরাইট নীতিমালার অধীনে পড়ে। কোম্পানির এক মুখপাত্র জানান, “আমরা সংবাদ প্রকাশকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং তাদের কনটেন্ট ব্যবহারের সময় উপযুক্ত কৃতজ্ঞতা ও লিংক প্রদান করি। প্রয়োজন হলে আমরা তাদের কনটেন্ট ব্যবহারের সুযোগ বন্ধ করার (অপ্ট-আউট) ব্যবস্থাও রাখছি।”
এই বিতর্ক সাংবাদিকতা এবং প্রযুক্তি শিল্পের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রতিফলন, যেখানে কপিরাইট লঙ্ঘন এবং এআইয়ের ন্যায্য ব্যবহারের সীমা নিয়ে বিতর্ক চলছে।
Leave a Reply